‘সমাজের প্রতি যুবর উদ্যোগ’ নামে একটি সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে ২৫০ জন শীতার্ত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের মাজার গেট, শাহবাগ ও বাংলামোটর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
এদিন সন্ধ্যায় পুরান ঢাকায় কম্বল বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমাদের সংগঠন সেই দায়িত্বই পালন করছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ