ঢাকা মেডিকেলে উৎসবমুখর পরিবেশে চতুর্থ শ্রেণীর কর্মীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. রমিজ নির্বাচিত হয়েছেন, যিনি ঢাকা মেডিকেল আওয়ামী লীগ ইউনিটেরও সভাপতি। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিপন।
নির্বাচনে মোট ২৭টি পদে ১০৪ জন প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ৯৪৬ জনের মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৮৯০ জনের।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং কর্মচারীদের অনেক দিনের আশার প্রতিফলন হয়েছে বলেই বিশ্বাস।
বিডি প্রতিদিন/হিমেল/আলী আজম