বিএনপি-জামায়াতের দুঃশাসনকালের নানা অরাজকতা ও রাজনীতির নামের সন্ত্রাসী কার্যক্রমের খণ্ড চিত্র প্রদর্শনী করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের একাংশ।
মনে পড়ে বাংলাদেশ...? এই শিরোনামে শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় সেই সময়ের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে এই খণ্ড চিত্র প্রদর্শন করা হয়।
ছাত্রলীগ নেতা কামাল খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহান খান, কামাল খান, মাজহারুল ইসলাম শামীম, ইয়াজ আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান, পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম পারভেজ, ক্রীড়া সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন, উপ সমাজ সেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, সাংগঠনিক সম্পাদক ওয়ালী আসিফ উনান ও উপ আপ্যায়ন সম্পাদক শাহাদাৎ হোসেন রকি প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি-জামায়াতের শাসন আমলের রাজনীতির নামে যেসব সহিংসতা ও সস্ত্রাস কার্যক্রম চালিয়েছে সেগুলো বক্তব্যে তুলে ধরেন। একই সঙ্গে সেই দুঃশাসনকালের নানা অরাজকতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সে সময় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোও তুলে ধরেন তারা।
বিডি-প্রতিদিন/বাজিত