বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব হল রুমে অনুষ্ঠানে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট কার্ড বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য মুহম্মদ আনিসুর রহমান, এফবিসিসিআই’র পরিচালক মইন উদ্দিন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।
আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন্নার মেরী, গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. ফারুক হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উজিরপুর উপজেলার ৮৬২ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে প্রাথমিক ভাবে ৪৩৭ জনকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই