রাজধানীর যাত্রাবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৩। দুপুরে যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নজরুল ইসলাম (৩২), কামাল হোসেন (৩২) ও শুকু আলী মিয়া (২৮)।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম