রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিফাত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। আজ রবিবার এই তথ্য জানায় পুলিশ।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন জানান, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টর এলাকায় এনা পরিবহনের একটি বাস সিফাত আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলায়। তার ছেলে বিদেশ থেকে আসবে জেনে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই উপ-পরিদর্শক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ