রাজধানীর যাত্রাবাড়ীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দেশ প্রেমিক নাগরিক ফোরাম ও বন্ধুবর্গ সেবা সংগঠনের উদ্যোগে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি এস রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুতুবখালি ও যাত্রাবাড়ী পাঁচ- পঞ্চায়েতের বড় সর্দার আলতাফ মোল্লা। আরও উপস্থিত ছিলেন মেডিবাংলা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার আরিফ হোসাইন এবং কায়েম সরকার, আনসার শিকদার, কবি কাশেম।
এসময় দক্ষিণ যাত্রাবাড়ী ও এর আশপাশ এলাকার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত