রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ হানিফুর রহমান ওরফে সৈকত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সৈকত নগরীর কামাল কাছনার মায়াময়ী সড়কের আব্দুল মোমেনের ছেলে।
রবিবার বিকেলে মেট্রো পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র টিম শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর কামাল কাছনার মায়াময়ী সড়কের সৈকতের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে একটি যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড কার্তুজ, এসএস পাইপ, টেঁটা ও লোহার রড উদ্ধারসহ সৈকতকে গ্রেফতার করা হয়।
সৈকত নগরীর সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত কি না তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ। এ ঘটনায় মেট্রোপলিটন কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই