রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
সোমবারদিবাগত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। সানাউল্লাহ নেত্রকোনার আটপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, দুই বছর কারাগারে আটক থাকার পর ২০২১ সালের মার্চ মাসে জামিনে বের হয় সানাউল্লাহ। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১১ নভেম্বর আদালত ওই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর আসামি সানাউল্লাহ আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল গাজীপুর এলাকা থেকে সানাউল্লাহকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন