আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বরিশালে র্যালি এবং আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ