রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রোজেক্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আরিফ (২৬) পেশায় সে রাজমিস্ত্রির সহকারী ছিল। রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শফিকুল ইসলাম জানায়, মেরুল বাড্ডা ভিআইপি প্রজেক্ট এলাকায় একটি নির্মাণাধীন ছয় তালা ভবনের দ্বিতীয় তলায় রড টানানোর কাজ করার সময় বাহিরে বৈদ্যুতিক তারে সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে আরিফ।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ