দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল শিক্ষা বোর্ডেও সুষ্ঠু সুন্দর পরিবেশে শুরু হয়েছে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। এবার বরিশাল বোর্ডের ৬ জেলার ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে ভালো প্রস্তুতির কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের যাবতীয় ব্যবস্থা করার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
শিক্ষা বোর্ড থেকে জানা যায়, এবার বরিশাল বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন।
এবার পূর্ণ নম্বরের (১০০) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হবে। পর্যাপ্ত সময় পাওয়ায় এবার প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রত্যাশিত পরীক্ষা দিয়ে ভালো ফলাফলের আশা করছেন তারা।
পরীক্ষা শুরুর আগে বরিশাল জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এবার বোর্ডের ৩০টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করছে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে প্রতি জেলায় ২টি করে মোট ১২টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছে। এছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করছে।
আগামী ১২ মার্চ এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ