কিশোরগঞ্জ সদরের যশোদল স্বল্পদামপাড়া গ্রামের মরহুম মওলানা হাফিজ উদ্দিনের সহধর্মিণী, মরহুম মাওলানা নূরুল ইসলাম জেহাদী ও বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলামের মা শতবর্ষী মহিয়সী মোসাম্মদ জামিলা খাতুন (১০৪) ইন্তেকাল করেছেন। গত ১১ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
এদিন বাদ আসর নিজ বাড়ি আঙিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমা জামিলা খাতুন সারা জীবন সাহিত্য ও দ্বীনি কার্যক্রম পরিচালনায় কোরআান শিক্ষা বিস্তার, বিলুপ্ত ভাষা নাগরী চর্চার পাশাপাশি আরবি, ফার্সি, উর্দু ও শতাব্দীর বিখ্যাত কবিতা গল্প ও সাহেরী চর্চা করছেন।
২০১৭ সালে কিশোরগঞ্জের হয়বত নগরে কবি আল মাহমুদ ও আল মুজাহিদীসহ বিশিষ্ট কবি সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে যুগান্তকারী বক্তব্য রাখেন জামিলা খাতুন। সে সম্মলনের সম্মাননাসহ ইরান দূতাবাস এই বিদুষী নারীকে শতাব্দীর জীবন্ত স্মৃতিমান নারীর প্রতীক হিসেবে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে। তার কাছ থেকে শতাব্দীর অনেক ইতিহাস, সামজিক বিবর্তনের জীবন্ত চিত্র, রাজনীতিক ঘটনা ও সমকালীন সাহিত্যের উপাদন সংগ্রহ করে সমৃদ্ধ হয়েছেন বংশপরম্পরা, গবেষক ও ইতিহাসবিদগণ।
বিডি-প্রতিদিন/শফিক/সালাউদ্দিন