যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের দশ জেলায় শান্তিপূর্ণভাবে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বোর্ড থেকে এবার এক লাখ ৬২ হাজার ৭০০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে ৭৯ হাজার ৯৯১ জন ছাত্র ও ৮২ হাজার ৭০৯ জন ছাত্রী।
যশোর শিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে, বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার দুই হাজার ৫৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সকাল ১০টায় সকল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
যশোর বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব জানান, শিক্ষার্থীরা এবার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছে। করোনার কারণে পরীক্ষার সময়সূচির যে পরিবর্ত হয়েছিল তা ঠিক করতে এবার পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ