বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর আশিকাটি ইউনিয়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতি মোস্তফা খান সফরী।
এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসীম, বিশেষ বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক ছাত্রনেতা এএইচএম আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী গাজী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. কামাল পাটওয়ারী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ খান, জাসাস আহ্বায়ক এমদাদুল হক মিলন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনির মিজি ও জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান হাসানাত প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই