বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য বিক্রির সংরক্ষিত স্থানে পৌরসভার করা অবৈধ স্টল উচ্ছেদ করা হয়েছে। রবিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আটটি স্টল উচ্ছেদ করে।
জানা গেছে, টরকী বন্দরের মধ্যে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসে পণ্য বিক্রির জন্য সংরক্ষিত স্থান ছিলো। সংরক্ষিত ওই স্থানটি দখল করে গৌরনদী পৌরসভা আটটি স্টল নির্মাণ করে। এতে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়ে। দুপুরে দোকান উচ্ছেদ করে সরকারি জায়গাটি উন্মুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ