বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাদের সহযোগিতা আর পাইনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘আটানব্বই সালে শহীদ জননী জাহানারা ইমাম ভবন উদ্বোধন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে। উপস্থিত অনেক বুদ্ধিজীবী। সবাই অনুরোধ করল, একটা ঘোষণা দাও নারায়ণগঞ্জে থেকে। ঘোষণা দিলাম। রাজাকার গোলাম আযমের নারায়ণগঞ্জে প্রবেশ নিষেধ। সে কারণে পিঠে সিল লাগল। গাফ্ফার চৌধুরী সেই সময় লিখেছিলেন, যদি পাখি হতাম তাহলে মুখে ফুল নিয়ে উড়ে গিয়ে শামীমের গলায় পরাতাম। কিন্তু পিঠে সিল লাগার পর অনেকের সহযোগিতা পাইনি। আজ স্যার এখানে আছেন তাকে দেখে কথাগুলো মনে পড়ল। কারণ তিনি এ ঘটনার সাক্ষী।’ চাষাঢ়া শহীদ মিনারে গতকাল থেকে শুরু হতে যাওয়া ‘বাঁচাও নদী শীতলক্ষ্যা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান দুঃখ প্রকাশ করে এ সব কথা বলেন।

সর্বশেষ খবর