নিজের অবসরের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবসর নেওয়াই জীবনের শেষ নয়। বরং মনে করবেন এখান থেকেই শুরু অন্যকিছু করার। শুরু দেশকে কিছু দেওয়ার। দেখবেন এখান থেকে নতুন কিছু বের হয়ে আসবে। অর্থমন্ত্রী গতকাল রাতে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অবসর সম্মাননা ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।