Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৯ মার্চ, ২০১৭ ০০:০৩

দুর্নীতিকে ‘না’ বলবে আড়াই লাখ স্কুল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিকে ‘না’ বলবে আড়াই লাখ স্কুল শিক্ষার্থী

দেশের ৬৪ জেলার ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী মানববন্ধন করে দুর্নীতিকে ‘না’ বলবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আগামীকাল এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, সমাজে সততা-নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুদকের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয় ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। রাজধানীসহ দেশের ৬৪ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ নামে যে সংগঠন আছে তাদের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে। সততা সংঘের সদস্যরা নবম ও দশম শ্রেণির ছাত্র ও ছাত্রী। মানববন্ধন কর্মসূচিতে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেবে। এ ছাড়াও একাত্মতা প্রকাশ করবেন শিক্ষক এবং সুশিল সমাজের সদস্যরা।


আপনার মন্তব্য