রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশেও নির্বাচন হবে, ভারতের মতোই

—— বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে। তা সংবিধান মেনেই বর্তমান সরকারের অধীনেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। ভারতেও সংবিধান মোতাবেক এভাবেই নির্বাচন হয়। বাংলাদেশেও সংবিধান অনুযায়ী ভারতের মতো নির্বাচন হবে। ভারতে জাতীয় সংসদ রেখেই নির্বাচন হয়। গতকাল হোটেল সোনারগাঁওয়ে নিটল নিলয় গ্রুপ আয়োজিত ‘টাটা নেক্সন’ নামের নতুন গাড়ির বাজারজাতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে আরও বক্তব্য দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, ঢাকায় নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা, নিটল নিলয় গ্রুপের পরিচালক সুলতানা রাজিয়া আহমাদ, টাটা মটরসের প্যাসেঞ্জার ভেহিকল বিজনেস ইউনিটের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস সুজন রায় প্রমুখ। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উত্কৃষ্ট জায়গা। কারণ আমরা বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছি। আমরা ১০০ ইকোনমিক জোন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন। ভারতের জন্য ১টি ইকোনমিক জোন বরাদ্দ দেওয়া হবে। যেসব বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবেন, আইনের দ্বারা তাদের বিনিয়োগের সুরক্ষা করা হবে। তারা যে কোনো সময় তাদের বিনিয়োগের লাভ কিংবা পুরো ক্যাপিটাল নিয়ে যেতে পারবেন। আমরা বাংলাদেশের বিনিয়োগকারীদের ক্যাশ ইনসেনটিভ দেই। বাংলাদেশে নেক্সনের জয়েন ভেঞ্জার অ্যাসেম্বেলিং হবে মহৎ কাজ। এখান থেকে বিদেশেও রপ্তানি করা যাবে। বাংলাদেশে গাড়ি ডিউটি বেশি তা ঠিক। তবে বাজেটের সময় সেটি বিবেচনা করা হবে।

নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ট্রাকের মতো শক্তিশালী গাড়ি তৈরি করে আসছি। ৬ মাস আগে টাটা ভারতে নেক্সন গাড়ি এনেছে। আশা করি বাংলাদেশের ক্রেতাদেরও গাড়িটি আকর্ষণ করতে পারবে। গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা। গাড়ি আমদানিতে ডিউটি কমানোর অনুরোধ করেন তিনি।

আগামীতে বাংলাদেশে নেক্সনের অ্যাসেম্বেলিং করতে চাই। পরবর্তী সময়ে ভারতেও এ গাড়ি রপ্তানি করা যাবে।

সর্বশেষ খবর