খুলনায় বহুল প্রতীক্ষিত পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হচ্ছে আগামী মে মাসে। মধুমতি নদী থেকে পাইপলাইনে পানি এনে তা পরিশোধন (ট্রিটমেন্ট) করে খুলনা শহরে সরবরাহ করা হবে। এরই মধ্যে শহরে ৬৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। পরিশোধন প্লান্ট, ৭টি জলাধার (রিজার্ভার) ও ১০টি ওভার হেড ট্যাংক নির্মাণ করা হয়েছে। এছাড়া মধুমতি নদীর তীরে ১৫ কোটি লিটার ক্ষমতাসম্পন্ন পানি সংগ্রহের ইন্টেক পাম্প স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসা এ প্রকল্প বাস্তবায়ন করছে। পরিকল্পনা মন্ত্রণালয় ও ওয়াসা সূত্রে জানা গেছে এসব তথ্য। জানা যায়, খুলনা মহানগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ সংকট নিরসনে মহানগরীর ১৫ লাখ মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৩ সালে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয় ওয়াসা। ২০১৭ সালের জুন মাসে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু দুদফায় সময় বাড়ানো হয়েছে ২০১৯ সালের জুন পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিদিন গড়ে ১১ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। প্রকল্প পরিচালক প্রকৌশলী এম ডি কামাল উদ্দিন আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন মেয়াদ বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এখন শহরের কিছু জায়গায় চেম্বার ও পাইপ সংযুক্তকরণ এবং রাস্তা সংস্কারের কাজ বাকি। ওয়াসা সূত্র জানায়, এ প্রকল্পের মাধ্যমে খুলনা শহর থেকে ৭১ কিলোমিটার দূরে মধুমতি নদী থেকে পানি সংগ্রহ করা হবে। পাইপের মাধ্যমে অপরিশোধিত পানি এনে খুলনার রূপসার তিলক ও পাথরঘাটায় পরিশোধন করা হবে। খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যবস্থাপক খান সেলিম আহম্মেদ বলেন, বিভিন্ন জায়গায় কাজ করার সময় অনেক ধরনের প্রতিবন্ধকতার কারণে প্রকল্প বাস্তবায়ন কাজ কিছুটা পিছিয়ে যায়। ওয়াসা সূত্র জানায়, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয় ২ হাজার ৫২৪ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে জিওবি ফান্ডের বাইরে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি থেকে ৫২৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ও জাইকা থেকে ১ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা দেওয়া হয়।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
পানির দুঃখ কাটছে খুলনাবাসীর
জুনে বিশুদ্ধ পানি পাবে ১৫ লাখ মানুষ
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম