Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৪ মে, ২০১৯ ২৩:২৩

বৃষ্টি উপেক্ষা করেই আরিফের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৃষ্টি উপেক্ষা করেই আরিফের অভিযান

সিলেটে বৃষ্টি উপেক্ষা করেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল পরিচালিত এই অভিযানে নগরীর কোর্ট পয়েন্টের তিনটি অবৈধ দোকান গুঁড়িয়ে দেন তিনি।

জানা গেছে, নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মধুবন মার্কেট সংলগ্ন তিনটি অবৈধ দোকানঘর গড়ে তুলে দখলদাররা। বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের নিয়ে অভিযান শুরু করেন মেয়র আরিফ। অভিযানে মধুবন মার্কেটের পশ্চিম পাশের পুরান লেন গলির মুখে অবৈধভাবে গড়ে তোলা আল আমিন জুয়েলার্স ও আরেকটি ফাস্টফুডের দোকান গুঁড়িয়ে  দেওয়া হয়। এ ছাড়া একই মার্কেটের পূর্বপাশের মাপ্র ফ্যাশন হাউস নামের দোকানও উচ্ছেদ করা হয়। এ প্রসঙ্গে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন, মার্কেট গড়ে তুলেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’ অভিযানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায় রায় চৌধুরী, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য