বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজনীতিতে বিষবৃক্ষ বিএনপি-জামায়াত

-হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক

সাবেক তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতিতে বিএনপি-জামায়াত বিষবৃক্ষ, কেউটে সাপ। কেউটে সাপের সঙ্গে মানবকুলের সহাবস্থান হয় না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) ‘ভাষা আন্দোলন ও মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। বিশিষ্ট গবেষক সৈয়দ আবুল মকসুদ এতে বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া। হাসানুল হক ইনু আরও বলেন, দেশে অনেক সমস্যা আছে সেসব সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি-জামায়াত যদি দেশের রাজনীতি দখল করে নেয়, তাহলে দেশ সাম্প্রদায়িকতার আগুনে ঝলসে যাবে। এত ঘটনার পরেও খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যুদ্ধাপরাধীদের দল থেকে বের করেনি। ইনু বলেন, আমাদের উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বাধা হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম হলো বৈষম্য, ফসল কাটা ইঁদুরের মতো দুর্নীতির সিন্ডিকেট এবং অসৎ রাজনীতি ও অসৎ ব্যবসায়ী।

সৈয়দ আবুল মকসুদ বলেন, একটি নির্বাচন হয়ে গেল, সেখানে মানুষ ভোট দিতে যায়নি। আসলে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে রাজনীতিবিদদের ওপর থেকে। রাজনৈতিকভাবে অসুস্থ একটি অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মানুষ আজ ভোট দিতে যায় না। খুব কম মানুষ গত সিটি নির্বাচনে ভোট দিয়েছে। অথচ এই ভোটের কারণে মানুষ জীবন দিয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে মানুষ। তিনি বলেন, রাজনীতির এ অবস্থায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে মোহাম্মদ তোয়াহার নীতি, আদর্শ আলোচনা ছাড়া সম্ভব নয়। সভাপতির বক্তব্যে দিলীপ বড়–য়া বলেন, আদর্শ থেকে মোহাম্মদ তোয়াহা কখনো বিচ্যুত হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর