বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মুসলিম দেশে ভাস্কর্য থাকলেও ইসলামে হালাল নয়

-মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কোনো মুসলিম দেশে ভাস্কর্য থাকলেও ইসলামে তা হালাল হওয়ার দলিল নয়। ইসলামে ভাস্কর্যের বৈধতা থাকলে দুনিয়ায় নবী-রসুলদের ভাস্কর্য থাকত। রাষ্ট্রের টাকা অপচয় করে জনগণ ইসলামের স্বার্থবিরোধী কোনো কাজ করতে দেবে না। গতকাল কামরাঙ্গীর চরে খেলাফত আন্দোলনের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।

, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা রুহুল আমীন প্রমুখ।

মাওলানা আতাউল্লাহ আরও বলেন, একের পর এক অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ভিন্নমতের মানুষকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। ওলামায়ে কিরাম কারোর হুমকি-ধমকিতে ভয় করে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর