শিরোনাম
রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেড় যুগ পর কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি

কুমিল্লা প্রতিনিধি

দেড় যুগ পর কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মো. মহসিন রহমান। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান কমিটির অনুমোদন দেন। এক মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটির অন্য পদে আছেন সহসভাপতি নিজাম উদ্দিন শামীম, জাকির হোসেন, এস এম শাহীন মজুমদার, কিংকর দেবনাথ, মনিরুজ্জামান, জামাল হোসেন ভূঁইয়া, ইমাম হোসেন মুন্সী, মোস্তবা আলী শাহিন, কামরুল হাসান, সেলিম আহমেদ শামস, যুগ্মসাধারণ সম্পাদক মো. হাসান মোর্শেদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান রাতুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, আল আমিন অর্ণব ও রবিউল আলম রবি, প্রচার সম্পাদক আঁখি আলম, দফতর সম্পাদক আরিফুল হাসান খান, অর্থ সম্পাদক নুরুল আমিন শাহিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেবব্রত বণিক, আইনবিষয়ক সম্পাদক আবদুল আলিম, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন খান, সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সৈকত, সদস্য জাহিদ হোসেন টিপু, সাজেদুল করিম বিপু, মাহবুব আলম পল্লব ও আরিফুর রহমান মিঠু। নতুন সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু বলেন, ‘আমাদের মূল্যায়ন করায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ত্যাগী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’ উল্লেখ্য, ২০০৩ সালে  কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর