সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হতে হবে

স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হতে হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোনো ভাবেই উদাসীনতা দেখানোর সুযোগ নেই। সামান্য উদাসীনতা দেশকে মৃত্যু উপত্যকায় নিয়ে যাবে। নিজের জন্য হলেও শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কঠোর হতে হবে। গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জীবনের থেকে জীবিকা কোনো ভাবেই বড় নয়। আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন।

 রফিকুল ইসলাম রনি, আমিনুল ইসলাম খান আবু, মো. মাহবুবর রশীদ, নুরুল হক সজীব, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত প্রমুখ।

সর্বশেষ খবর