মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

গাজায় গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলি হামলার নিন্দা জাতীয় প্রেস ক্লাবের

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজা সিটিতে আল-জালা ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

মাটিতে মিশে যাওয়া ১২ তলা এই ভবনটি এপি, আল-জাজিরাসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হামলার পর ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। গতকাল জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় জাতীয় প্রেস ক্লাবের নেতারা যোগ দেন। সভায় জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হতাহতের জন্য গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান। জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ গাজা সিটির সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর