শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সংসদীয় কমিটির বৈঠক

বিদেশে পাঠানো সংক্রান্ত বিরোধ স্থানীয় পর্যায়ে মীমাংসার ব্যবস্থা দাবি

নিজস্ব প্রতিবেদক

জনশক্তি রপ্তানিকারকরা বিদেশগামীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিলের বিধান থেকে রক্ষা পেতে আপস-মীমাংসার পথ খুঁজছেন। এজন্য অভিবাসী কর্মীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে প্রণীত ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩’-এর সংশোধন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং অভিবাসন বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাসের প্রতিনিধিরা। একই সঙ্গে সংসদীয় কমিটির কাছে কেউ বিদেশ পাঠানো ও লেনদেন সংক্রান্ত বিরোধ স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য উপজেলা পর্যায়ে সালিশের কার্যক্রম সম্প্রসারণের দাবি জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব দাবি পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারী এবং আদিবা আনজুম মিতা। বিশেষ আমন্ত্রণে শিরীন লিরা, ড. সি আর আবরার, সৈয়দ সাইফুল হক, ফরিদা ইয়াসমীন এবং সুমাইয়া ইসলাম বৈঠকে যোগদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর