রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বেতন কমিশন গঠন দাবি সরকারি চাকুরেদের

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ের মতো পদবি পরিবর্তনসহ অবিলম্বে বেতন কমিশন গঠন, মহার্ঘ ভাতা প্রদান, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। এ সময় তিনি দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি  নেওয়ার আহ্বান জানান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। বক্তব্য রাখেন গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, তথ্য অধিদফতর কর্মচারী কল্যাণ সমিতির সাবেক মহাসচিব এম.এ. আউয়াল, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, ১১-২০তম গ্রেড চাকরিজীবী ফোরামের সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর