বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

খুলনায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় গান পাউডারসহ গ্রেফতার হওয়া আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে এ হামলার ঘটনায় জড়িত ইব্রাহিম ও ইসমাইল নামের দুই ভাইকে গ্রেফতার করেছে। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, সোমবার রাতে পথেরবাজার চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে ৫০০ গ্রাম গান পাউডারসহ মো. খায়রুল আলম নামের একজন গ্রেফতার হন। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে খুলনা থানা, খানজাহান আলী থানা ও ডিবি পুলিশের টিম খায়রুলকে নিয়ে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান চালায়। কিন্তু ওই এলাকায় গেলে তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গানপাউডার উদ্ধারে ঘটনায় খানজাহান আলী থানায় খায়রুলকে আসামি করে একটি মামলা ও পূর্ব বানিয়াখামার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় খুলনা থানায় আরেকটি মামলা হয়েছে। দুই মামলার বাদী পথেরবাজার চেকপোস্টের আইসি এসআই রাকিবুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর