শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে মারধর পাল্টাপাল্টি মামলা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মারধরের ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা হয়েছে। জানা যায়, ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান স্বাধীনের অনুসারী ফারদিন কবির উপ-দফতর সম্পাদক সজিবুর রহমানের অনুসারী রাউফুন জাহান মিলেনিয়ামসহ কয়েকজনকে মারধর করেন। পরে রাত ১০টার দিকে শাহপরান হলে গিয়ে ফারদিনকে মারধর করেন সজিবুর রহমানের অনুসারীরা। ১৩ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারক মো. সুমন ভুইয়ার আদালতে মামলা করেন ফারদিন কবির। হলে গিয়ে লোহার পাইপ দিয়ে মারধর করার অভিযোগ এনে শাখা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক সজীবুর রহমান, তার অনুসারী সাজ্জাদ হোসেন ও রাউফুন জাহান মিলেনিয়ামসহ নয়জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন তিনি। এ মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একই আদালতে মামলা করেন অন্যপক্ষের বাদী রাউফুন জাহান মিলেনিয়াম। খেলার মাঠে মারামারির জেরে বিশ্ববিদ্যালয়ের হিসাব দফতরের কর্মকর্তা ও শাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটনকে হুকুমদাতা করে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে এ মামলা দায়ের করেন তিনি।

রাউফুন জাহানের মামলার তদন্তের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী। প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, তদন্তের বিষয়ে কোনো চিঠি পাইনি। অন্যদিকে ফারদিনের মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা জানান, তদন্ত শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সর্বশেষ খবর