মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দক্ষ জনশক্তি গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করতে পারে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দক্ষ জনশক্তি গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করতে পারে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নে প্রয়োজনে দক্ষ জনশিক্ত গড়ে তোলা অত্যাবশ্যক। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ ভূমিকা পালন করতে পারে। শিক্ষা ব্যবস্থার সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত ও শিক্ষা কার্যক্রমে গুণগত উন্নয়ন সাধিত হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন মেডট্রনিকের সাবেক প্রধান নির্বাহী ওমর ইশরাক। শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে আসছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ এবং বিশ্বের জন্য যোগ্য নেতৃত্ব ও একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আপনাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

সমাবর্তনে ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন তামারা হাসান আবেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারপ্রাপ্ত উপাচার্য, উপ-উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর