চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-মারামারি হচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের মতো শাস্তি দেওয়া হলেও সংঘর্ষ-মারামারি থামছে না। ফলে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অভিযোগ উঠেছে, চমেকে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা সব সময়ই থাকে। এ কারণে তুচ্ছ ঘটনা নিয়েও সংঘর্ষ হয়। তাছাড়া, শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু ও সুস্থ রাজনীতি, সুষ্ঠু সংস্কৃতি এবং নৈতিকতা চর্চার বিষয়টি প্রায় অনুপস্থিত। সব মিলিয়ে বেপরোয়া মনোভাব শিক্ষার্থীদের মধ্যে। ফলে ঘটে একর পর এক সংঘর্ষের ঘটনা। বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পর দিন ভোর ৪টা পর্যন্ত চমেকের ৬২তম ব্যাচের চতুর্থ বর্ষের (নতুন) ছাত্র জাহিদ হোসাইন ওয়াকিল, সাকিব হোসেন, এম এ রায়হান ও মোবাশি^র হোসেন শুভ্রকে কথিত ‘টর্চার সেলে’ নিয়ে গিয়ে শিবির সন্দেহে রাতভর নির্যাতন করা হয়। এর মধ্যে জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ। পরে তারা সুস্থ হন। এ ঘটনায় কলেজের একাডেমিক কাউন্সিল অভিযুক্ত সাত শিক্ষার্থীকে বহিষ্কার করে। তাছাড়া, ৫ এপ্রিল চমেকের এমবিবিএস ৬৩ ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াকুর রহমান ক্লাস করায় তাকে মারধর করে একই ব্যাচের জাবেদুল ইসলাম। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ জাবেদুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করে। চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনার পর একাডেমিক কাউন্সিল কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই একাডেমিক ও ছাত্রাবাসসহ সর্বত্র শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হয়েছে।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের