চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-মারামারি হচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের মতো শাস্তি দেওয়া হলেও সংঘর্ষ-মারামারি থামছে না। ফলে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অভিযোগ উঠেছে, চমেকে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা সব সময়ই থাকে। এ কারণে তুচ্ছ ঘটনা নিয়েও সংঘর্ষ হয়। তাছাড়া, শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু ও সুস্থ রাজনীতি, সুষ্ঠু সংস্কৃতি এবং নৈতিকতা চর্চার বিষয়টি প্রায় অনুপস্থিত। সব মিলিয়ে বেপরোয়া মনোভাব শিক্ষার্থীদের মধ্যে। ফলে ঘটে একর পর এক সংঘর্ষের ঘটনা। বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পর দিন ভোর ৪টা পর্যন্ত চমেকের ৬২তম ব্যাচের চতুর্থ বর্ষের (নতুন) ছাত্র জাহিদ হোসাইন ওয়াকিল, সাকিব হোসেন, এম এ রায়হান ও মোবাশি^র হোসেন শুভ্রকে কথিত ‘টর্চার সেলে’ নিয়ে গিয়ে শিবির সন্দেহে রাতভর নির্যাতন করা হয়। এর মধ্যে জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ। পরে তারা সুস্থ হন। এ ঘটনায় কলেজের একাডেমিক কাউন্সিল অভিযুক্ত সাত শিক্ষার্থীকে বহিষ্কার করে। তাছাড়া, ৫ এপ্রিল চমেকের এমবিবিএস ৬৩ ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াকুর রহমান ক্লাস করায় তাকে মারধর করে একই ব্যাচের জাবেদুল ইসলাম। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ জাবেদুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করে। চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনার পর একাডেমিক কাউন্সিল কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই একাডেমিক ও ছাত্রাবাসসহ সর্বত্র শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হয়েছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
আধিপত্য বিস্তার নিয়েই চমেকে সংঘর্ষ
বেপরোয়া মনোভাব শিক্ষার্থীদের মধ্যে
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর