শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়েই চমেকে সংঘর্ষ

বেপরোয়া মনোভাব শিক্ষার্থীদের মধ্যে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-মারামারি হচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের মতো শাস্তি দেওয়া হলেও সংঘর্ষ-মারামারি থামছে না। ফলে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অভিযোগ উঠেছে, চমেকে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা সব সময়ই থাকে। এ কারণে তুচ্ছ ঘটনা নিয়েও সংঘর্ষ হয়। তাছাড়া, শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু ও সুস্থ রাজনীতি, সুষ্ঠু সংস্কৃতি এবং নৈতিকতা চর্চার বিষয়টি প্রায় অনুপস্থিত। সব মিলিয়ে বেপরোয়া মনোভাব শিক্ষার্থীদের মধ্যে। ফলে ঘটে একর পর এক সংঘর্ষের ঘটনা। বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পর দিন ভোর ৪টা পর্যন্ত চমেকের ৬২তম ব্যাচের চতুর্থ বর্ষের (নতুন) ছাত্র জাহিদ হোসাইন ওয়াকিল, সাকিব হোসেন, এম এ রায়হান ও মোবাশি^র হোসেন শুভ্রকে কথিত ‘টর্চার সেলে’ নিয়ে গিয়ে শিবির সন্দেহে রাতভর নির্যাতন করা হয়। এর মধ্যে জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ। পরে তারা সুস্থ হন। এ ঘটনায় কলেজের একাডেমিক কাউন্সিল অভিযুক্ত সাত শিক্ষার্থীকে বহিষ্কার করে। তাছাড়া, ৫ এপ্রিল চমেকের এমবিবিএস ৬৩ ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াকুর রহমান ক্লাস করায় তাকে মারধর করে একই ব্যাচের জাবেদুল ইসলাম। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ জাবেদুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করে। চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনার পর একাডেমিক কাউন্সিল কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই একাডেমিক ও ছাত্রাবাসসহ সর্বত্র শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হয়েছে।

সর্বশেষ খবর