রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

হেফাজতের নায়েবে আমির ইয়াহিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতের নায়েবে আমির ইয়াহিয়ার ইন্তেকাল

দেশের শীর্ষ কওমি মাদরাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া (৭৬) আর নেই। শুক্রবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন। গতকাল বিকালে হাটহাজারীতে জানাজা শেষে মাদরাসার কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সূত্র জানায়, দেশের বৃহৎ কওমি মাদরাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালককে দেশের কওমি সমাজের সর্বোচ্চ মুরব্বি হিসেবে সম্মান দেওয়া হয়। হাটহাজারী মাদরাসার প্রতিনিধি হিসেবে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ, বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ, নুরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতসহ কওমি মতাদর্শীদের শতাধিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে আমৃত্য তিনি এসব দায়িত্ব পালন করেন। মাওলানা ইয়াহিয়া ১৯৪৭ সালের ১৫ জুন হাটহাজারীর আলমপুরে জন্ম গ্রহণ করেন। ১৯৭৩ সালে হাটহাজারী মাদরাসা থেকে দাওয়া হাদিস পাস করেন। একই বছর হাটহাজারীর গড়দুয়ারা মাদরাসায় যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা শুরু করেন। ১৯৯১ সালে তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় যোগদান করেন। তিনি দাওয়া হাদিস, তাফসির জামাত, মানতেক, উলুমে হাদিসসহ গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর তিনি হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার নেন। আমৃত্যু এ দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর