সিলেটে গভীর রাতে আওয়ামী লীগের এক নেতার বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ‘ডাকাত’ পড়ার ঘোষণা দেওয়া হয় মসজিদের মাইকে। স্থানীয় লোকজন এসে ঘেরাও করে রাখেন বাসাটি। পরে পুলিশ এসে বাসা থেকে ১১ জনকে আটক করে নিয়ে যায়। গত রবিবার রাত ১টার দিকে নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ২২ নম্বর গলিতে আওয়ামী লীগ নেতা ও মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নানের বাসায় এ ঘটনা ঘটে। গতকাল বিকালে মুচলেকার মাধ্যমে আটককৃতদের ছেড়ে দেয় পুলিশ। জানা গেছে, গত রবিবার গভীর রাতে উচ্চৈঃস্বরে চিৎকার করা নিয়ে পাশের বাসার ভাড়াটের সঙ্গে বাগবিতন্ডা হয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের। এর জের ধরে ওই ভাড়াটে ও তার পক্ষে বেশ কয়েকজন যুবক এসে বাসায় এম এ হান্নানকে ডাকাডাকি শুরু করেন। দরজা খুলে না দেওয়ায় তারা বাইরে থেকে বাসায় হামলা চালায়। এ সময় পাড়ার মসজিদে ‘ডাকাত পড়ার’ ঘোষণা দিলে লোকজন এগিয়ে এসে বাসাটি ঘিরে রাখেন। খবর পেয়ে পুলিশও চলে আসে। এ সময় ওই ভাড়াটেসহ ১১ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় লোকজন এ সময় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করে। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান জানান, ভাড়াটে ওই যুবকসহ কয়েকজন সশস্ত্র লোক দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা খুলে না দেওয়ায় তারা বাইরে থেকে হামলা করে। মসজিদের মাইকে ঘোষণা দেওয়ায় এলাকার লোকজন ছুটে আসায় হামলাকারীরা পালিয়ে যেতে পারেনি। সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে জানান, সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় মুরব্বিয়ানদের মধ্যস্থতায় বিষয়টি সমঝোতা হয়ে যাওয়ায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এম এ হান্নান জানিয়েছেন এ ঘটনায় তিনি সমঝোতা করেননি। মেয়রের মধ্যস্থতায় সমঝোতা হওয়ার খবরও সত্য নয়। পুলিশ কেন আটককৃতদের ছেড়ে দেওয়ার ব্যাপারেও তিনি কিছুই জানেন না।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
গভীর রাতে আওয়ামী লীগ নেতার বাসায় হামলা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর