শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশকে স্থিতিশীল করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে ১১ দফা দাবি জানিয়ে তিনি এ আহ্বান জানান।
দাবিগুলো হলো- অন্তর্বর্তী সরকার গঠন; পুলিশ বাহিনীকে দ্রুত পুনর্গঠন ও সক্রিয় করা; সারা দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সচল; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো; বিচার বিভাগকে ঢেলে সাজানো ও দ্রুততম সময়ে সুপ্রিম কোর্ট চালু; প্রতিটি থানাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সমাজ শক্তিসমূহের প্রতিনিধি নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন; অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলাসহ যে কোনো অরাজকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; ট্রাফিক পুলিশের অনুপস্থিতে সারা দেশে ছাত্রদের অংশগ্রহণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা; ইউনিভার্সিটিসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া; বিশ্ববিদ্যালয়ের হলসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস খুলে দেওয়া; দেশব্যাপী পণ্যের অবাধ পরিবহন ও বাজার মূল্য স্বাভাবিক রাখা।