রাজধানীর পান্থপথে দেশের জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স গতকাল থেকে আবার চালু হয়েছে। একই সঙ্গে চালু হয়েছে দেশের বিনোদনপ্রিয় মানুষের অন্যতম পছন্দের জায়গা টগি ফান ওয়ার্ল্ড। দেশের উদ্ভূত পরিস্থিতিতে শপিং কমপ্লেক্স ও টগি ফান ওয়ার্ল্ড সাময়িক বন্ধ ছিল। গতকাল থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে খোলা থাকছে জনপ্রিয় এ শপিং মল ও টগি ফান ওয়ার্ল্ড। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে সহায়তা করছে সেনাবাহিনী। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সে ধারাবাহিকতায় সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা বলয়ের আওতায় রয়েছে বসুন্ধরা সিটি ও টগি ফান ওয়ার্ল্ড। এ ছাড়া বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও রয়েছে।