সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

এসএন করপোরেশন ও এমটি স্বরাজ্য জাহাজের ভাঙা কার্যক্রম বন্ধ

স্থগিত পরিবেশগত ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে চট্টগ্রামের সীতাকুন্ডে সংঘটিত দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এমটি স্বরাজ্যের ভাঙা কার্যক্রম বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মেসার্স এসএন করপোরেশন (ইউনিট-২)-এর পরিবেশগত ছাড়পত্র স্থগিত করা হয়েছে।

গতকাল পরিবেশ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে  বলা হয়, কেন তাদের কার্যক্রম বন্ধ করা     হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বরাজ্য স্ক্রাপ জাহাজের শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুন্ডে     মেসার্স এসএন করপোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্রাপ জাহাজের কাটিং কার্যক্রম চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে দেখা যায়, এ দুর্ঘটনার ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে স্ক্রাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলীও ভঙ্গ করা হয়েছে। এ পরিস্থিতিতে মেসার্স এসএন করপোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্রাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করা হয়েছে এবং শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর