শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে গোপনে নয় বরং ঘোষণা দিয়ে। আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রমাগত পোস্ট দিয়ে উসকানি ছড়ানো হচ্ছে। গতকাল সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, আগের সরকারগুলোও শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্র খুঁজত, বর্তমান সরকারও খুঁজছে। ষড়যন্ত্রতত্ত্ব থেকে মুক্তি মিলবে কবে? এ বিষয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের যে অফিশিয়াল পেজ আছে, দেশের বাইরে বসে পোস্ট করে; সেখানে কিন্তু শ্রমিকদের উসকে দেওয়ার মতো কিছু পোস্ট আপনাদের দেখার কথা। আমার চোখে পড়েছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়েই হচ্ছে, ভাই। সেটা তো সোশ্যাল মিডিয়ার সবাই দেখছে। এগুলো কাউন্টার করার ক্ষেত্রে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিত।
আমরা কাজ করছি।
উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আহ্বানে শ্রমিকেরা মাঠে নামেননি। কারণ, বড় অংশের কাছে মনঃপূত হয়নি (কনভিন্সড না)। হলে আওয়ামী লীগের আহ্বানে শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকার দিকে আসতেন। কেউ তো আসেননি।
সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য বিষয়। গত তিন মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি আপনারা দেখেছেন। সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেক হোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা এরই মধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে।
উপদেষ্টা বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ একটা জটিল বিষয়। ব্যাংক ও মালিকপক্ষ আছে এখানে। মালিক বললেন, ৫ কোটি টাকা তিনি ব্যাংক থেকে পাচ্ছেন না। পরে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ২০০ কোটি টাকার ঋণখেলাপি। বৈঠকে নিম্নতম মজুরি, হাজিরা বোনাস, মামলা প্রত্যাহারসহ ১৮টি বিষয়ে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকেরা যে সমঝোতায় পৌঁছেছিলেন সেটির অগ্রগতিও তুলে ধরা হয়।
সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেন জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিক অসন্তোষ থাকলেও চলতি অক্টোবর মাসে পোশাক খাতে রপ্তানি বেড়েছে। পোশাক খাতে রপ্তানি গত বছরের তুলনায় এবার অক্টোবরে ৬০০ মিলিয়ন এবং গত চার মাসে (জুলাই থেকে অক্টোবর) এক দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়েছে।