স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থার্টিফার্স্ট নাইটে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হবে। সতর্ক প্রহরায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। আগে থেকে তাদের সাবধান করলে এমনটি হবে না। তিনি বলেন- নরমাল বারগুলো থার্টিফার্স্ট নাইটে বন্ধ রাখা হবে। ফানুস ওড়ানো যাবে না। বর্ডারে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রহরা জোরদার করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- সীমান্তে আমরা সতর্ক আছি।
‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সহনশীল-মানবিক ছিল বিজিবি’ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে (বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ) অত্যন্ত সহনশীল, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় পরবর্তী সময়ে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যে কোনো সময়ের চেয়ে সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। গতকাল পিলখানা বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও তাদের পুনর্বাসনে বিজিবির মানবিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান, গবেষক ও চিন্তক ফরহাদ মজহার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে বিজিবি মহাপরিচালক স্বাগত বক্তব্যে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভীষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৫০ জন আহত ছাত্র-জনতাকে বিভিন্ন মেয়াদে বর্ডার গার্ড হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান করা হয়েছে।