দেশব্যাপী আলোচিত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনে শিশুটির বোনসহ ১০ জন আদালতে সাক্ষী দিয়েছেন। গতকাল সকালে মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান মামলার সাক্ষ্য গ্রহণ করেন। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসকসহ বিশেষজ্ঞ সাক্ষীদের আদালতে উপস্থাপন করা হবে।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, মামলায় অভিযুক্ত সব আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে উপস্থিত করা হয়। প্রথমে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী শিশু আছিয়ার বোন হামিদার সাক্ষী নেওয়া হয়। পরে মামলার জব্দ তালিকার সাক্ষী পুলিশের এএসআই এনামুল হক, আসামি হিটু শেখের প্রতিবেশী সাদ্দাম হোসেন, নিজনান্দুয়ালী মদিনাতুল জামিয়া মাদরাসার খাদেম জামাল মোল্যাসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় জব্দকৃত আলামত আদালতে প্রদর্শন করা হয়।
তিনি আরও জানান, আসামি পক্ষে অ্যাডভোকেট সোহেল আহম্মদ সাক্ষীদের জেরা করেন। আগামীকাল (আজ) মামলার তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসকসহ বিশেষজ্ঞ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।