বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে জুলাই আন্দোলন থেকে আগামী দিনের পথচলাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় করুণা আক্তার খাইরুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোদাচ্ছের বিল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও বহুমাত্রিক বিষয়; যা দেশের গণতন্ত্র, জন অধিকার ও সামাজিক ন্যায়ের প্রশ্নে নতুন আলোচনার জন্ম দেয়। এ আন্দোলন মূলত রাজনৈতিক স্বার্থের বাইরে বৃহত্তর জনচেতনার প্রতিফলন ছিল; যেখানে সাধারণ মানুষের স্বপ্ন, ক্ষোভ এবং পরিবর্তনের আকাক্সক্ষা মিশে গিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের মূল প্রেরণা ছিল সরকারব্যবস্থার একচেটিয়াকরণ, নির্বাচন প্রক্রিয়ায় জনগণের আস্থার অভাব, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন।’
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার কর্মী মিম, ইলা জাহান বৈশাখী, লাবণী, তামান্না আক্তার, ফারহানা, খাদিজা, তামান্না, অর্থি সাহা, তাজরিন, জেরিন, তামান্না ইসলাম, মিতু আক্তার, তনুশ্রী দাস প্রমুখ।