বাংলা বর্ষপঞ্জিকামতে আজ শরৎ ঋতুর শুরু। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎ ঋতু। একে ঋতুর রানি বলা হয়। রংপুর ও আশপাশ এলাকায় কয়েক দিনের বৃষ্টির পাশাপাশি প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এর মধ্যেই আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। শুভ্রতা ছড়াতে শুরু করেছে কাশফুল। ভাদ্রের তালপাকা গরম স্মরণ করিয়ে দিচ্ছে শরতের আগমন। আগের মতো কাশফুল দেখা না গেলেও ঘাঘট নদ ও তিস্তা নদীর তীরের কাশফুল সৌন্দর্য পিপাসুদের তৃষ্ণা মিটাচ্ছে। কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকেই চরাঞ্চলে কিংবা নদী পাড়ে আসছেন।
এই ঋতুতে কাশফুল, নীল আকাশ আর ফসলের মাঠ সবুজে ভরে যায়। তবে এবার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এই অঞ্চলের অনেক স্থানে বন্যার রেশ রয়েছে। বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরমে অধিকাংশ বাড়িতেই দেখা দিয়েছে জ্বর-শর্দি ও কাশি। এরপরও এই শরৎ শীতের আগমনী বার্তা দিয়ে গরমকে বিদায় জানাবে। কদিন পরেই ভোররাতে শিশির পড়তে দেখা যাবে।