জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে যদি অগ্রসর হয় তবে সে নির্বাচন গণতন্ত্রের রূপায়ণ ঘটাতে সক্ষম হবে না। স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগের সংস্কারগুলো বাস্তবায়নের দিকেই আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। আমরা বারবার বলেছি সরকার যে নির্বাচনের কথা বলছে তা যে কোনো সময় আয়োজন করতে পারে। কিন্তু তার আগে সরকারের অবশ্যই পালনীয় কর্তব্য রয়েছে। সংস্কারগুলো বাস্তবায়ন করা, বিচার বিভাগকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এ জায়গাগুলোতে সরকার যত দ্রুত কাজ করতে পারবে, তত দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতে পারবে। গতকাল রংপুরের হারাগাছে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, যেহেতু বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে, সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই করে এসেছি। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে, সে ব্যাপারে আমরা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাব। আমরা গণপরিষদ নির্বাচনের কথা সরকারের কাছে বলেছি এবং অনেকেই শুধু জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন। এ বিষয়গুলো নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সঠিকভাবে সঠিক সময়ে করতে পারে। এ সময় রংপুর মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়নসহ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।