২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। অর্থাৎ হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তবে এরই মধ্যে আইপিএল বাতিলের ডাক উঠেছে। দ্রুত ছড়াচ্ছে মারণ করোনাভাইরাস। আর তাই ম্যাচ বাতিলের ডাক দিয়েছেন অনেকে। খবর জি নিউজ এর।
এবার আইপিএল বন্ধের দাবি গড়াল হাইকোর্ট পর্যন্ত। মাদ্রাস হাইকোর্টে এবার আইপিএল বন্ধের দাবি তুলে মামলা হল। কিছুদিন আগে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আইপিএল বাতিল করার ডাক দিয়েছিলেন। যে কোনো জমায়েত থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে। তাই তিনি ম্যাচ বাতিলের ডাক দিয়েছিলেন।
পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত চলবে আইপিএল। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আগেই বলেছিলেন করোনার প্রভাব পড়বে না আইপিএলে। ভারতে এখন পর্যন্ত ৫০ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সারাদেশে দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাস।
বিডি-প্রতিদিন/শফিক