নোভেল করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনা প্রতিরোধে বা মোকাবেলায় কোনো ভেকসিন আবিষ্কার হয়নি। এদিকে বিশ্বজুড়ে বাড়ছেই আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে করোনা সংক্রমণ এড়ানোর জন্য সামাজিক সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
এদিকে, সামাজিক সমাবেশ এড়িয়ে কিভাবে করোনা সংক্রমণ রোধ করা যায় তা বোঝাতে একটি অ্যানিমেটেড ভিডিও বানিয়েছেন আমেরিকান এক শিল্পী। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
আমেরিকার লস এঞ্জেলসের জুয়ান ডেলকান দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করেছেন সেই ভিডিও। সেটি আপলোড করে তিনি লিখেছেন, ‘‘নিজের কাজ কর, বাড়িতে থাক। এটা আমরা সবাই করতে পারি।’’
সেখানে দেখা যাচ্ছে, সার করে সাজানো রয়েছে দেশলাই কাঠি। একটি কাঠির মাথায় আগুন দিতেই পর পর জ্বলতে শুরু করে কাঠিগুলো। কিন্তু একটি কাঠি সেই সারি থেকে সরিয়ে দিতেই আগুন আর ছড়াতে পারেনি। ফলে বাকি কাঠিগুলো আগুন থেকে রক্ষা পায়। এ ভাবেই ভিড় এড়িয়ে করোনার থাবা থেকে বাঁচার কথা বলা হয়েছে ভিডিওতে।
ভিডিও:
বিডি প্রতিদিন/এনায়েত করিম