চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৮৮ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৯৯ জনের।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে তৈরিকৃত ভ্যাকসিন ‘ক্লিনিক্যাল পরীক্ষার’ অনুমোদন পেয়েছে চীনের ডাক্তাররা। ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতা পেলে ভ্যাকসিনটি করোনা নিয়ন্ত্রণে মানুষের শরীরে ব্যবহারের জন্য অনুমোদন পাবে।
চীনের একাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সেসের বায়োটেক একাডেমিশিয়ান মেজর জেনারেল চেন উই এ ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দেন। চেন উই গত ২৬ জানিয়ারি থেকে চীনের উহানে অবস্থান করছেন। তবে দ্রুত এ ভ্যাকসিন তৈরিতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহায়তা করেছে।
আন্তর্জাতিক স্ট্যান্ডার্স এবং চীনের আইন যথাযথভাবে মেনেই এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে বলে জানান চেন উই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন