দিন দিন যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাসের থাবা। বিশ্বব্যাপী ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইউরোপের দেশ স্পেনে নতুন করে আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৭ জন। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সোমবার স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৬১ জন। তা বেড়ে এখন ১১ হাজার ২৭৯ হয়েছে। এছাড়া একদিন আগে মৃত্যুর সংখ্যা ৩৪২ জন থাকলেও তা এখন ৫’শ ছুঁই ছুঁই। স্পেনের জরুরি স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফার্নান্দো সিমন আরও জানান, নতুন করে ১ হাজার ৯৮৭ জনের ডায়াগনসিস করা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগ দেশটির রাজধানী মাদ্রিদ বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক