করোনা ভাইরাসের থাবা দিন দিন যেন আরও ভয়াবহ হয়ে উঠছে। এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে বিশ্বব্যাপী। গত ২৪ ঘণ্টায় করোনার অন্যতম প্রধান ভুক্তভোগী ইরানে নতুন করে আরও ১৩৫ জনের প্রাণহানি হয়েছে। খবর আল-জাজিরার।
ইরানের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৮৮ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১৬৯ জনে।
বিডি-প্রতিদিন/শফিক