চীনের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনাভাইরাসের (কোভিড -১৯) প্রাদুর্ভাবে বিপর্যস্ত ব্রিটেনও। এমন পরিস্থিতিতে লন্ডনে নতুন ব্যবস্থায় বোর্ডিংবাসের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে এটার ট্রায়াল চালানো হয়েছে বলে জানা গেছে।
ড্রাইভারদের সাথে যাত্রীদের সরাসরি যোগাযোগ কমাতে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে তারা করোনাভাইরাসের সংক্রমণ থেকে অনেকটাই রেহাই পাবেন বলে মনে করা হচ্ছে। ট্রান্সাপোর্ট ফর লন্ডন (টিএফএল) নামের সংস্থা এক ঘোষণায় এ কথা জানিয়েছে। এ ব্যবস্থায় মাঝের দরজা ব্যবহার করে যাত্রীরা বাসে প্রবেশ করবেন বলে জানায় টিএফএল।
এ ব্যাপারে টিএফএল জানিয়েছে, তারা একটি পাইলট স্কিম চালু করবে। এই সপ্তাহ থেকে নতুন এই ব্যবস্থা চালু হবে।
আবেলিয়ো নামের বাস সংস্থার পরিচালনায় দক্ষিণ-পূর্ব লন্ডনের ওয়ালওয়ার্থের ডিপো থেকে বেশ কয়েকটি রুটে এ ব্যবস্থায় বাস চলবে।
সম্প্রতি কোভিড -১৯-এর কারণে যুক্তরাজ্যে কমপক্ষে নয়জন ড্রাইভারের মৃত্যু হয়।
সূত্র : এক্সপ্রেস এন্ড স্টার
বিডি প্রতিদিন/ ওয়াসিফ